আকিকা কত দিনে করতে হয় | ছেলে ও মেয়েদের আকিকা দেওয়ার নিয়ম | আকিকার দোয়া
আকিকা কত দিনে করতে হয় | ছেলে ও মেয়েদের আকিকা দেওয়ার নিয়ম | আকিকার দোয়া
আসসালামু আলাইকুম। আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছে। আমাদের অনেকের মনে আকিকা নিয়ে অনেক রকম প্রশ্ন রয়েছে। এর মনে আজকে আপনাদের কমন কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। প্রশ্ন গুলোর হচ্ছেঃ আকিকা কত দিনে করতে হয়আকিকা না দিলে কি কোরবানি হয়? কুরবানি ও আকিকা এক সঙ্গে করা যাবে কি? ছেলেদের এবং মেয়েদের আকিকা দেওয়ার নিয়ম?ছেলে সন্তানের এবং মেয়ে সন্তানের আকিকার দোয়া। চলুন শুরু করি..
আকিকা কত দিনে করতে হয়
আকিকা কত দিনে করতে হয় এই নিয়ে আমাদের অনেক দুশ্চিন্তা করতে হয়, আমরা অনেকে আকিকার জন্মের কত দিন পর করতে হয় জানিনা।
ইসলামি শরিয়তের নিয়ম অনুযায়ী যেসব মাসআলা দিন-তারিখ, মাস-বছরের সঙ্গে সম্পৃক্ত; সেগুলো চাঁদের হিসাবে গণনা করতে হয়।
এই ক্ষেত্রে সন্তান ভূমিষ্ঠ হওয়ার ৭ম দিনে আকিকা করতে হবে। অবশ্যই চাঁদের হিসাব অনুযায়ী করতে হবে।
আর চাঁদের হিসাবে দিন-তারিখ সূর্যাস্তের পর থেকেই শুরু হয়।
‘প্রত্যেক শিশু তার আকিকার সঙ্গে বন্ধক থাকে। সপ্তম দিনে তার পক্ষ থেকে আকিকা করতে হয়।’ (আবু দাউদ, তিরমিজি)
আকিকা না দিলে কি কোরবানি হয়
প্রথমত আকিকার সাথে কোরবানির সম্পর্ক নেই। আর আকিকা করা মুস্তাহাব। কোরবানি ওয়াজিব তাই আকিকা না করলে কোন গোনাহ হবে না কিন্তু আপনার সামর্থ্য থাকলে কোরবানি আপনার উপর ওয়াজিব হয়ে যায় তাই অবশ্যই আকিকার চেয়ে কোরবানিকে প্রাধান্য দিতে হবে।
কুরবানি ও আকিকা এক সঙ্গে করা যাবে
হ্যাঁ কোরবানি এবং আকিকা একসাথে করতে পারবেন। কোরবানির পশুর অংশে সন্তানের আকিকা দেওয়া যায়।
কোরবানির গরু, মহিষ ও উটে আকিকার নিয়তে শরিক হওয়া যাবে। এতে কোরবানি ও আকিকা দুইটিই একসাথে হয়ে যাবে। এই ক্ষেত্রে ছেলের জন্য দুই অংশ আর মেয়ের জন্য এক অংশ দিতে হবে। (ইলাউস সুনান: ১৭/১২৬)
ছেলেদের আকিকা দেওয়ার নিয়ম
ছেলে সন্তানের আকিকার নিয়ম হচ্ছে, যদি সামর্থ্য থাকে তাহলে ছেলের জন্য দু’টি খাশি আকিকা দিতে হয়। চাইলে গরু, উট দিয়েও আকিকা দেওয়া যাবে। সামর্থ্য না থাকলে আকিকা না করলে কোন গোনাহ হবে না।
ছেলে সন্তানের আকিকার দোয়া
ছেলের জন্য এই দোয়াঃ বিসমিল্লা-হি ওয়াল্লা-হু আকবার, আল্লা-হুম্মা মিনকা ওয়ালাকা (বাচ্চার নাম) বিন (বাবার নাম)।
মেয়েদের আকিকা দেওয়ার নিয়ম
আকিকার বিধান অনুয়ায়ী ছেলেদের তুলনায় মেয়ের একটু কম অর্থাৎ মেয়েদের একটি খাসি দিয়েও আকিকা করা যাবে। এটিই একটি সন্তান আল্লাহর দান হিসাবে পাওয়ার শুকরিয়া স্বরূপ এবং সন্তানটির বালা মুসিবত কেটে যাওয়ার জন্য দেয়া মুস্তাহাব। কেউ যদি না পারে, তাহলে কোনো বাধ্য বাধকতা নেই।
মেয়ে সন্তানের আকিকার দোয়া
মেয়ের জন্য এই দোয়াঃ বিসমিল্লা-হি ওয়াল্লা-হু আকবার, আল্লা-হুম্মা মিনকা ওয়ালাকা (মেয়ের নাম) বিনতে (বাবার নাম)।
আকিকার মাংস বন্টনের নিয়ম
আকিকার গোশত বা মাংস বন্টেনের নিয়ম নিয়ে আমরা আরেকটি পোস্ট করেছি আপনি চাইলে এখানে ক্লিক করছে পোস্টটি পড়তে পারেনঃ- আকিকার গোশত বন্টন করার সঠিক নিয়ম