আমরুদ প্লাস সিরাপের উপকারিতা | আমরুদ প্লাস সিরাপ এর কাজ কি | দাম কত
আমরুদ প্লাস সিরাপ খাওয়ার নিয়ম, আমরুদ প্লাস সিরাপ এর উপকারিতা
আমরুদ প্লাস সিরাপের উপকারিতা
আমরুদ প্লাস সিরাপ এর কাজ কি?
রক্ত স্বল্পতা ও ভিটামিন এর অভাব দুর করতে সহায়ক। আমরুদ প্লাস খেলে ক্ষুধা বেড়ে যাবে। প্রচুর পরিমানে খেতে পারবেন। এই সিরাপটি শক্তি বর্ধক সিরাপ তাই শারীরিক দুর্বলতা দুর করবে। এ আমরুদ সিরাপ হারবো ল্যাবরেটরীর ইউনানী সিরাপ। তাই খাওয়ার আগে বুঝে শুনে খাবেন। এই ধরনের সিরাপ শরীরের মারাত্মক ক্ষতি করে থাকে।
আমরুদ সিরাপ না খেয়ে আরো ভালো মানের সিরাপ খেতে পারেন। কারমিনা সিরাপ অথবা সিনকারা সিরাপ গুলো অনেক ভালো এই সিরাপ গুলো শরীরের ক্ষতি করে এমন প্রমান পাওয়া যায়নি।
আমরুদ প্লাস সিরাপ এর ক্ষতিকর দিক/ আমরুদ প্লাস সিরাপ খেলে কি কি ক্ষতি হয়?
আমরুদ প্লাস সিরাপ বেশি দিন সেবন করলে লিভারে সমস্যা হবে। এর কাজ হলো ক্ষুধা, রুচি বর্ধক সিরাপ যা সেবনে লিভারে চাপ সৃষ্টি করে। খাবার হজম করানোর জন্য এবং খাবার খাওয়ার পর পরেই আবার খাওয়ার জন্য খিদা লাগে যা রুচি বৃদ্ধি করে পরবর্তী এটি শরীরর মারাত্মক যুকির কারণ হয়।
এসব সিরাপ সেবনের পর লিভার দুর্বল হয়ে পরে ফলে পরবর্তীতে নানান সমস্যা দেখা দেয়।
এর প্বার্শ প্রক্রিয়া রয়েছে দীর্ঘ দিন খাওয়ার ফলে কিডনী তে পানি জমে যায়, এবং শরীর ফুলে যায় ফলে স্বাস্থ্য মোটা দেখায় তবে এটি মারাত্মক ক্ষতিকর। কাজেই চিকিৎসক এর পরামর্শ ব্যতীত এসব ঔষধ খাবেন না।
আমরুদ প্লাস সিরাপ খাওয়ার নিয়ম / আমরুদ প্লাস সিরাপ কিভাবে খেতে হয়?
- প্রাপ্ত বয়স্কঃ ২ থেকে ৪ চামচ করে দৈনিক ২ থেকে ৩ বার খাওয়া যাবে।
- অপ্রাপ্ত বয়স্কঃ ১ থেকে ২ চামচ করে দৈনিক ২ বার খাওয়া যাবে। অথবা চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী সেবন করলে ভালো।
আমরুদ প্লাস সিরাপ এর দাম কত
আমরুদ প্লাস সিরাপ এর বোতলে ৪৫০ মি.লি. গ্রাম সিরাম রয়েছে। দাম ৩০০- ৩৫০ টাকা নিয়ে থাকে। সিরাপটি যে কোন হোমিওপ্যাথি দোকানে খোঁজ নিলে পাওয়া যাবে।