জিনসিন সিরাপ এর কাজ কি | জিনসিন সিরাপ এর পার্শ্বপ্রতিক্রিয়া
জিনসিন সিরাপ এর কাজ কি | জিনসিন সিরাপ এর পার্শ্বপ্রতিক্রিয়া
জিনসিন সিরাপ এর কাজ কি?
জিনসিন সিরাপটি হলো সে,ক্সে,র ঔষধ। যাদের দ্রুত বীর্যপাত হয় তারা এই ঔষধ সেবন করে। এর দাম অল্প 100,250,350 মিলি বোতলে পাওয়া যায়। জিনসিন একটি হারবাল সিরাপ যা জিংক অন্যন্য খনিজ পদার্থ সমৃদ্ধ যা খেলে শরিরের অন্যন্য ভিটামিনের অবাব পূর্ন এবং যৌবন শক্তি ফিরে পাবে,এর মুল্য ১৮০ টাকা থেকে ২৫০ টাকা নিতে পারে ।
জিনসিন সিরাপ এর পার্শ্বপ্রতিক্রিয়া
তো চলুন কথা বলা যাক জিনসিন এর পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে।এটি একটি ইউনানী ওষুধ এবং এটি বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত নয়।এটির ভেতর এমন কিছু উপাদন রয়েছে যা কিনা স্বাস্থের জন্য মারাত্মক ক্ষতিকারক।যৌন উত্তেজক ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া সম্পকে আজ আমরা বিস্তারিত আলোচনা করবো।
এ জিনসিন সেবন করলে আপনার যে সকল সমস্যা দেখা দেবে তা হলোঃ
কিডনি নষ্ট হয়ে যেতে পারে।
প্রচুর পরিমাণে বাতের ব্যথা হতে পারে
লিভার সমস্যা দেখা দিতে পারে।
ক্যানসার এর মতন মরন ব্যাধি রোগ হতে পারে
ব্লাড প্রেশার বেরে যেতে পারে এবং উচ্চ রক্ত চাপের ফলে আপনার মৃত্যু পযন্ত হতে পারে।
শরীলে জালা পোড়া ভাব অনুভব করতে পারেন।
জিনসিন সেবনের ফলে আপনি গ্যাস্ট্রিক এর সমস্যা দেখা দিতে পারে।