পুদিনা সিরাপ এর উপকারিতা | পুদিনা সিরাপ এর কাজ কি | পুদিনা সিরাপ এর দাম pudina syrup
পুদিনা সিরাপ এর উপকারিতা
পুদিনা সিরাপ এর উপকারিতা
পুদিনা সিরাপ দেহে খাবার শোষণ ক্ষমতা বাড়ায়। এছাড়াও শরীর দুর্বলতা কমায়। পুদিনা সিরাপ খেলে খাওয়ার রচি বেড়ে যায়। যারা ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারেন না তাদের জন্য এই সিরাপ।
কিন্তু এই সিরাপের কার্যক্ষমতা বেশি দিন টিকে না।
পুদিনা সিরাপ এর কাজ কি
যতদিন এই ঔষধ সেবন করবেন ততদিন আপনার খাওয়া দাওয়া ঠিক থাকবে। সিরাপ খাওয়া বন্ধ করলে আবার রুচি চলে যায়। তাই এই ধরনের সিরাপ না খাওয়াই উচিত। পুদিনা সিরাপ খেলে স্বাভাবিক এর তুলোনায় একটু বেশি ঘুম আসে। বলা যেতে পারে এই সিরাপ গুলোতে ঘুমের জন্য হয়তো কোন মেডিসিন রয়েছে।
পুদিনা সিরাপ খেলে কি মোটা হয়
পুদিনা সিরাপ খেলে শরীরের ওজন বৃদ্ধি পায়। চিকন স্বাস্থ্য মোটাতাজা করে। যতদিন খাবেন ঠিক ততদিন স্বাস্থ্য মোটা থাকে।পুদিনা সিরাপ ছাড়াও বাজারে এই ধরনের নানান রকম সিরাপ পাবেন। যেগুলো স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি করে।
পুদিনা সিরাপ খেলে কি ক্ষতি হয় pudina syrup
এই ধরনের রুচির সিরাপ খেলে লিভার পাকস্থলীতে অনেক রোগ বাসা বাঁধে। মনে রাখবেন খিদে বাড়ানোর কোনো ওষুধের কথা চিকিৎসা বিজ্ঞানের কোনও কোথাও নাই। কিন্তু আমাদের দেশে অহরহ পুদিনা সিরাপের মতো নানা রকম সিরাপ বাজারজাত হচ্ছে।
এসব ওষুধ বেশিরভাগ ইউনানী ও আয়ুর্বেদিক নামের কিছু অথ্যাত কোম্পানি বানায় যা পাওয়া যায়।এধরনের ওষুধ খাওয়ার পর প্রথমদিন থেকেই প্রচুর ক্ষুধা বাড়ে রোগীর স্বাস্থ্য ভালো হতে থাকে , মুখ ফুলে যায় , পেট ফুলে যায় । রোগী মনে করে তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে ।
এসব ঔষধের মূল উপাদান হলো “সাইপ্রোহেপটাডিন” এবং কিছু স্ট্রেরায়ডের (যেমনঃ ডেক্সামেথাসন) কম্ভিনেশন।
আস্থে আস্থে আবার স্থাস্থ্য কমতে থাকে ও খারাপ প্রতিক্রিয়া শুরু হয় । এই ধরনের সিরাপ সেবন করলে শরীরে অঙ্গ প্রতঙ্গ নানা রোগ বাসা বাধেঁ।
শরিরে পানি জমে যায়,
মুখে ব্রন ওঠে
ফুসফুসে পানি জমে ,
কিডনির নেফ্রন কাজ করেনা ,
নেফ্রাইটিস হয় ,
ফলাফল কিডনি নস্ট ,
পুদিনা সিরাপ দাম, পুদিনা সিরাপ মূল্য
পুদিনা সিরাপের মতো এই ধরনের সিরাপ পাইকারি ৪০-৭০ টাকা কিন্তু সিরাপ গুলোর গায়ে ৩০৫- ৪০০ টাকা পযন্ত দেওয়া থাকে। এইসব সিরাপ একেক জায়গা এক এক দরে বিক্রি হয়।
পুদিনা সিরাপ খাওয়ার নিয়ম
পুদিনা সিরাপের গায়ে নির্দেশনা মোতাবেক খাওয়ার নিয়ম। সেবনবিধি: প্রাপ্ত বয়স্ক: ৩-৪ চা চামচ দৈনিক ২ বার সেবন করা যাবে।
অপ্রাপ্ত বয়স্ক: ২ চা চামচ অর্থাৎ ১০ মিলি করে দিনে ২ বার খাওয়া যায়।
পুদিনা সিরাপের উপাদান pudina syrup
প্রতি ১০০ মি.লি. সিরাপে জলীয় নির্যাস আছে –
শুকনাে পুদিনা ১২.৫০ গ্রাম
ছােট এলাচ ০.১০ গ্রাম
মজেঠ ০.১০ গ্রাম
দারচিনি ১২.৫০ গ্রাম
করণফুল ০.১০ গ্রাম
অন্যান্য উপাদান রয়েছে বলে জানায় বাংলাদেশ জাতীয় ইউনানী ফর্মুলারী।
পুদিনা সিরাপ এর কার্যকারিতা
পেট ফাঁপা, রক্তস্বল্পতা, বায়ু নাশক, শ্লেষ্মা, পুষ্টিহীনতা, সাধারণ দুর্বলতা, ক্ষুধামান্দ্য, ভিটামিন ‘এ’ ও ‘সি’ এর অভাবজনিত উপসর্গ।