পোড়া ক্ষত শুকানোর ঔষধ
রান্না করতে গিয়ে হাত একবারও পুড়ে যায়নি এই রকম ব্যাক্তি খুবই কম। কম বেশি নানা রকম কাজে আমাদের অনেকের হাত পা পুড়ে যায়। পুড়ে যাওয়ার পর আবার ফোসকা পড়ে থাকে এবং ক্ষত সৃষ্টি হয়। হাত পা পুড়ে গেলে বা ফোসকা পড়লে কোন ক্রিম ব্যবহার করা উচিত বা কি ধরনের ক্রিম পাওয়া যায় এই বিষয় নিয়ে আজকের আর্টিকেল। পুড়ে যাওয়া ক্ষত স্থান তাড়াতাড়ি শুকানোর সব গুলো ক্রিম এর নাম এবং বিস্তারিত জানতে পুরো আর্টিকেল টি পড়ুন।
পোড়া ক্ষত শুকানোর ক্রিম বাজারে অনেক গুলো পাওয়া যায়। এখানে থেকে যে কোন একটি ক্রিম ব্যবহার করবেন। সব গুলো ক্রিম এর কাজ একই।
পোড়া ক্ষত শুকানোর ক্রিম এর তালিকা
- Burna Cream ( বার্না ক্রিম)
- Bentol Cream (বেনটোল ক্রিম)
- Burnsil Cream (বার্নসিল ক্রিম)
- Sibalyn Cream (সিবালিন ক্রিম)
- G-Silver sulphadiazine(জি সিল্ভার সালফাডাইজিন)
- Burnaid Cream(বার্নাআইডি ক্রিম)
- Burnless Cream
- Burnrid Cream
- Burnsil Cream
- Dazine Cream
- Dermazin Cream
- Dersa Cream
- Eburn Cream
- Flamzin Cream
- G-Silver sulphadiazine Cream
- Medizen Cream
- Neozine Cream
- S-Silver Sulfadiazine Cream
- Sibalyn Cream
- Silburn Cream
- Silcream Cream
- Silvadazin Cream
- Silvazin Cream
- Silvec Cream
- Silverax Cream
- Silverzine Cream
- Silzin Cream
- Silburn Cream
- Silcream
বার্না ক্রিম ( Burna cream)
বার্না ক্রিম কি কাজ করে? বার্না ক্রিমটি পোড়া ক্ষত শুকানোর জন্য খুবই কার্যকরী একটি ক্রিম। এটি স্কয়ার ফার্মা একটি ক্রিম। বার্না ক্রিমটি দিনে ৩ থেকে ৪ বার পোড়া বা ক্ষত স্থানে ব্যবহার করলে খুবই তাড়াতাড়ি ক্ষতস্থান শুকিয়ে যায়।পোড়ার ক্ষতে ব্যাক’টে’রি’য়া’র সংক্র’মণে প্রতিরোধক হিসেবে দেহের বহি’রাং’শে ব্যবহৃত হয়।পোড়ার ক্ষত ব্যতীত অন্য নির্দিষ্ট ধরনের ক্ষতে যেখানে সং’ক্র’মণ হতে পারে সে’ক্ষেত্রে জীবাণু’রো’ধী হিসেবে দেহের বহিরাংশে ব্যবহৃত হয়।
বেনটোল (Bentol)
বেনটোল ক্রিমটিও পোড়া ও ক্ষতস্থান শুকানোর ক্রিম। Bentol ক্রিমটি বাজারজাত করেছেন ডক্টর ক্যামিকেল ওয়ার্ক লিমিটেড। পোড়ার ক্ষতে ব্যাক’টে’রি’য়া’র সংক্র’মণে প্রতিরোধক হিসেবে দেহের বহি’রাং’শে ব্যবহৃত হয়।পোড়ার ক্ষত ব্যতীত অন্য নির্দিষ্ট ধরনের ক্ষতে যেখানে সং’ক্র’মণ হতে পারে সে’ক্ষেত্রে জীবাণু’রো’ধী হিসেবে দেহের বহিরাংশে ব্যবহৃত হয়।
Burnsil Cream (বার্নসিল ক্রিম)
Burnsil Cream / বার্নসিল ক্রিমটি পোড়াও ক্ষতস্থান শুকাতে ব্যবহার হয়। এটি Beximco ফার্মাসিটিক্যাল লিমিটেড এর ক্রিম।
পোড়ার ক্ষতে ব্যাকটেরিয়ার সংক্রমণে প্রতিরোধক হিসেবে দেহের বহিরাংশে ব্যবহৃত হয়।
২। পোড়ার ক্ষত ব্যতীত অন্য নির্দিষ্ট ধরনের ক্ষতে যেখানে সংক্রমণ হতে পারে সেক্ষেত্রে জীবাণুরোধী হিসেবে দেহের বহিরাংশে ব্যবহৃত হয়।
সতর্কতা
গর্ভবতী মা (যারা বিশেষ করে সন্তান প্রসবের সময়ে পৌঁছেছে), সদ্য ভূমিষ্ট শিশু যাদের বয়স ২ মাসের নীচে তাদের ক্ষেত্রে নির্দেশিত নয়।
সাধারন – যকৃৎ ও বৃক্কের স্বাভাবিক কার্যক্রম ব্যহত হলে ওষুধটির নিষ্কাষন কমে যায, ফলে দেহে এর সঞ্চয়ন বৃদ্ধি পায়। এক্ষেত্রে চিকিৎসায় সুফল বিবেচনা করে ওষুধ বন্ধ বা চালিয়ে যেতে হবে। ত্বকীয় আমিষ বিশেষক এন্জাইমের সাথে ব্যবহার করলে, এটা এন্জাইমের কার্যকারিতা নষ্ট করতে পারে।