বাংলাদেশের রড কোম্পানির তালিকা | কোন কোম্পানির রড ভালো | রড়ের দাম কত
রড়ের দাম, রড় কোম্পানির নামের তালিকা
আসসালামু আলাইকুম, আজকে পোস্টে বাংলাদেশর রড় কোম্পানির নামের তালিকা এবং কোন কোম্পানির রড় সবচেয়ে ভালো এই বিষয়ে আলোচনা করবো। মানুষ আদিকাল থেকেই বসবাসের জন্য বাস স্থান, বা ঘর-বাড়ি নির্মাণ করে আসছে। আর সেই দ্বারা বাহিকতায় বর্তমানে দালানকোঠা নির্মাণের জন্য রড় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। রড় ছাড়া স্বপ্নের বাড়ি নির্মাণ করা যায় না। আমাদের বাড়ি নির্মাণে ভালো মানের রড় নাহলে নিজের এবং পরিবারের জন্য বিপদজনক।
বাংলাদেশের রড কোম্পানির তালিকা
বাংলাদেশের অনেক গুলো রড় কোম্পানি রয়েছে তার মধ্যে থেকে সেরা ১০ টি রড় কোম্পানির নামের তালিকা আজকে তুলে ধরলাম। এখান থেকে হয়তো আপনার পছন্দের রড় কোম্পানির নাম জানতে পারবেন।
সেরা ১০ রড় কোম্পানির নামের তালিকা
- বিএসআরএম (BSRM)
- আবুল খায়ের স্টিল (AKS)
- বন্দর স্টিল (BSI)
- রহিম স্টিল (Rahim steel)
- কেএসআরএম (KSRM)
- আনোয়ার ইস্পাত (Anwar ispat)
- জিপিএইচ ইস্পাত (Gph ispat)
- আরআরএম স্টিল (RRM)
- সিমা স্টিল (Sima Steel)
কোন কোম্পানির রড় ভালো
উপরে রড় কোম্পানির গুলো রড় ভালো মানের। এই কোম্পানি গুলো দেশের রড় চাহিদার যোগান দিয়ে থাকে। রড় বাণিজ্যে জায়গায় দখল করে রেখেছে।
আজকে রড়ের দাম
বিএসআরএম রড়ের দাম | ৭৩,৫০০ টাকা |
আবুল খায়ের রড়ের দাম | ৭২,৫০০ টাকা |
বন্দর স্টিল রড়ের দাম | ৭২,৫০০ টাকা |
রহিম স্টিল রড়ের দাম | ৭১,৫০০ টাকা |
কেএসআরএম রড়ের দাম | ৭২,৯০০ টাকা |
আনোয়ার ইস্পাত রড়ের দাম | ৭২,০০০ টাকা |
জিপিএইচ ইস্পাতরডের দাম | ৭২,৫০০ টাকা |
আরআরএম রড়ের দাম | ৭০,৫০০ টাকা |
সিমা স্টিল রড়ের দাম | ৬৯,৫০০ টাকা |
এখনে যে দাম দেখানো হয়েছে তা একটা ধারনা মাত্র। কারন বিভিন্ন দোকানে, বিভিন্ন শহরে ও বিভিন্ন সময়ে রডের দাম কম বেশি হয়ে থাকে। করোনা ভাইরাসের সময় সরবরাহ কম থাকায় রডের দাম কিছুটা বেড়েছে। তাই আশা করা যায় ২০২১ ও ২০২২ সালে দাম আর বাড়বে না।