সিনামিন ট্যাবলেট এর কাজ | Sinamin tablet এর কাজ কি | খাওয়ার নিয়ম, দাম কত
সিনামিন ট্যাবলেট এর কাজ | Sinamin tablet এর কাজ কি | খাওয়ার নিয়ম, দাম কত
বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম ভাইয়েরা কেমন আছেন। আপনারা অনেকে জানতে আগ্রহী সিনামিন ট্যাবলেট সম্পর্কে। তাই আপনাদের জন্য আজকে সিনামিন এর কাজ কি?সিনামিন খাওয়ার নিয়ম এবং সিনামিন ট্যাবলেট এর দাম সম্পর্কে বিস্তারিত জানাতে চেষ্টা করবো। চলুন শুরু করি।
সিনামিন ট্যাবলেট এর কাজ
Sinamin ট্যাবলেট সর্দি, চোখ লাল প্রদাহ কাজে খুবই কার্যকরী ঔষধ। এছাড়াও আরো কিছু সমস্যায় বয়বহার করা হয় সেগুলো নিচে উল্লেখ করা হয়েছে। পুরো আর্টিকেল টি ভালো করে পড়লে সিনামিন সম্পর্কে জানতে পারবেন।
সিনামিন ট্যাবলেট কি কাজ করে
- ছুলি
- সংবেদনশীল প্রতিক্রিয়া
- অ্যানজিওনিউরােটিক ইডেমা
- রাইনাইটিস
- কাশি
- সাধারণ ঠাণ্ডা
- ভ্রমণ জনিত বমি এবং
- অন্যান্য এলার্জি।
- নাকে প্রদাহ।
- নাকে সর্দি ঝরা।
- চোখ লাল হয়ে প্রদাহ সৃষ্টি প্রভৃতিতে।
- কোন কিছু খাওয়া বা ছোঁয়া লাগায় আর্টিকেরিয়া দেখা দিলে।
কীট-পতঙ্গের কামড়ে বা কোন ওষুধের প্রতিক্রিয়ায় ব্যথা বা চুলকানিতে এটা কার্যকরী।
ভ্রমণজনিত পীড়া, ঠাণ্ডা কাশিতেও এটা ব্যবহার করা হয়।
সিনামিন খাওয়ার নিয়ম
Sinamin tablet খাওয়ার নিয়ম। সিনামিন ট্যাবলেট বয়সের সাথে ভিন্ন ভিন্ন মাত্রায় সেবন করতে হয়। তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। এখানে আমরা একটি নির্দেশনা দিয়েছি সেই অনুযায়ী খেতে পারে। অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।
প্রাপ্তবয়স্ক–
৪ মিগ্রা প্রতি ৪-৬ ঘন্টা পর পর, সর্বোচ্চ ২৪ মিগ্রা দৈনিক।
শিশু–
৬-১২ বছর: ২ মিগ্রা প্রতি ৪-৬ ঘন্টা পর পর, সর্বোচ্চ ১২ মিগ্রা দৈনিক।
২-৫ বছর: ১ মিগ্রা প্রতি ৪-৬ ঘন্টা পর পর, সর্বোচ্চ ৬ মিগ্রা দৈনিক।
১-২ বছর: ১ মিগ্রা দৈনিক ২ বার।
১ বছরের নিচে সিনামিন এর ব্যাবহার নির্দেশিত নয়।
সিনামিন দাম কত
সিনামিন ট্যাবলেট এর দাম কত
Sinamin tablet price in Bangladesh/সিনামিন ট্যাবলেট এর দাম। Unit Price: ৳ 0.30 (500’s pack: ৳ 150.00) সিনামিন এর দাম।
সাবধানতা
গর্ভাবস্থায় ও স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে,
সিনামিন এর ব্যবহার পরিহার করা উচিত, বিশেষ করে প্রথম ট্রাইমেস্টার থেকে।
Tag: সিনামিন ট্যাবলেট এর কাজ,সিনামিন খাওয়ার নিয়ম,সিনামিন দাম কত,