< সোলাস ট্যাবলেট খাওয়ার নিয়ম | সোলাস ট্যাবলেট এর কাজ কি - সঠিক তথ্যের ঘর
সিরাপ

সোলাস ট্যাবলেট খাওয়ার নিয়ম | সোলাস ট্যাবলেট এর কাজ কি

সোলাস ট্যাবলেট, সোলাস সিরাপ, সোলাস খাওয়ার নিয়ম

সোলাস ট্যাবলেট এর কাজ কি

সোলাস ট্যাবলেট মুলত সূতাকৃমি, ফিতাক্রিমি, কেঁচোকৃমি ও হুককৃমি দমনের কাজে ব্যবহার করা হয়। সোলাস ট্যাবলেট খেলে কৃমি মারা যায়।

👉সূতাকৃমি, ফিতাক্রিমি, কেঁচোকৃমি এবং হুককৃমির চিকিৎসার জন্য নির্দেশিত।

সোলাস ট্যাবলেট খাওয়ার নিয়ম

সোলাস ট্যাবলেট এবং সিরাপ ২ ধরণের পাওয়া যায়। তাই সোলাস সিরাপ খাওয়ার নিয়ম এবং সোলাস ট্যাবলেট খাওয়ার নিয়ম ২টাই দেওয়া হলোঃ
সোলাস ঔষধ খাওয়ার আগে না পরে মুলত সোলাস খাওয়ার পরে খেতে পারেন কোন সমস্যা নেই।

প্রাপ্তবয়স্ক এবং ২ বছরের বেশি বয়সের শিশু- ১০০ মিলিগ্রাম অথবা ১ চা চামচ একক ডোজ হিসাবে নির্দেশিত।
ফিতাক্রিমি, কেঁচোকৃমি এবং হুককৃমি
: ১০০ মিলিগ্রাম বা ১ চা চামচ ৩ দিনের জন্য প্রতিদিন দুইবার করে নির্দেশিত।
যদি পুনরায় সংক্রমণ ঘটে তবে দ্বিতীয় ডোজটি ২ সপ্তাহের পরে প্রয়োজন হতে পারে।

সোলাস ট্যাবলেট এর দাম কত

Solas Chewable Tablet
Unit Price: ৳ 1.15 (180’s pack: ৳ 207.00)

সোলাস সিরাপ এর দাম
Solas Oral Suspension
30 ml bottle: ৳ 18.25

আরো পড়ুনঃ  আলফা সিরাপ | Alfalfa syrup | আলফা সিরাপ খেলে কি হয়, উপকারিতা, ক্ষতি, বিস্তারিত

You cannot copy content of this page

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker