tyclav 625 এর কাজ কি | টাইক্লাভ খাওয়ার নিয়ম | tyclav এর দাম কত
tyclav 625 এর কাজ কি | টাইক্লাভ খাওয়ার নিয়ম | tyclav এর দাম কত
tyclav 625 এর কাজ কি | টাইক্লাভ খাওয়ার নিয়ম | tyclav এর দাম কত
আসসালামু আলাইকুম ভাইয়েরা কেমন আছেন। আজকে আমি আপনাদেরকে tyclav 625 tablet uses in bangla, tyclav 625 এর কাজ কিtyclav 625 খাওয়ার নিয়ম এবং টাইক্লাভ এর দাম৷ সম্পর্কে বিস্তারিত জানাবো। তো পুরো আর্টিকেলটির সাথেই থাকুন। ধন্যবাদ
tyclav 625 এর কাজ কি
শ্বাসনালীর উপরিভাগের সংক্রমণ (নাক, কান, গলাসহ) যেমন-টনসিলের প্রদাহ, সাইনাসের প্রদাহ, মধ্যকর্ণের প্রদাহ ইত্যাদি।শ্বাসনালীর নিম্নভাগের সংক্রমণ যেমন- তীব্র এবং দীর্ঘ মেয়াদী ব্রংকিয়াল প্রদাহ, লোবার এবং ব্রংকোনিউমোনিয়া ইত্যাদি।
👉মূত্র-যৌন নালীর সংক্রমণ যেমন-মূত্রথলির প্রদাহ,
👉মূত্রনালীর প্রদাহ, পায়েলোনেফ্রাইটিস ইত্যাদি।
চর্ম ও নরম কলার সংক্রমণ।অস্থি ও অস্থিসন্ধির সংক্রমণ যেমন অস্থি মজ্জার প্রদাহ।অন্যান্য সংক্রমণ যেমন-সংক্রমিত গর্ভপাত, গর্ভপরবর্তী সেপসিস, ইন্ট্রা-অ্যাবডোমিনাল সেপসিস, ইত্যাদি।
tyclav 625 খাওয়ার নিয়ম
প্রাপ্ত বয়স্ক এবং ১২ বছরের ঊর্দ্ধে তাদের জন্যঃ
সাধারন সংক্রমণ: ১টি ৬২৫ মি.গ্রা. ট্যাবলেট প্রতি ১২ ঘন্টা অন্তর অথবা ১ টি ৩৭৫ ট্যাবলেট প্রতি ৮ ঘন্টা অন্তর।
তীব্র সংক্রমণ ও শ্বাসনালীর সংক্রমণ: ১ টি ১ গ্রাম ট্যাবলেট প্রতি ১২ ঘন্টা অন্তর অথবা ১ টি ৬২৫ ট্যাবলেট প্রতি ৮ ঘন্টা অন্তর।
শিশুদের এই ট্যাবলেট খাওয়ার নির্দেশনা নেই তবে ইঞ্জেকশন দেওয়া হয়ে থাকে।
tyclav 625 এর দাম কত
Tyclav এর দাম কম বেশি রয়েছে। ভিন্ন ভিন্ন মাত্রায় পাওয়া যায় তাই দামেও ভিন্নতা আছে। দাম Unit Price: ৳ 32.00 (18’s pack: ৳ 576.00) tyclav 375 price in bangladesh
tyclav 375 price in bangladesh
আরো পড়ুনঃ মেয়েদের গোপন অঙ্গ গন্ধ দুর করার ক্রিম
Tags:
Tyclav 625 খাওয়ার নিয়ম,Tyclav 625 এর দাম,
Tyclav 375 এর কাজ কি,
tyclav 625 tablet uses in bangla,